সোমবার, ২৬ আগস্ট ২০১৩

সরকার চাইলে ড. ইউনূস সমঝোতার উদ্যোগে রাজি

Home Page » জাতীয় » সরকার চাইলে ড. ইউনূস সমঝোতার উদ্যোগে রাজি
সোমবার, ২৬ আগস্ট ২০১৩



বঙ্গ-নিউজ ডটকম: image_41749_0.jpgচলমান রাজনৈতিক অস্থিরতায় দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে সরকার চাইলে সমঝোতার উদ্যোগ গ্রহণে সম্মত বলে জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “আমার কাছে রাজনৈতিক দলগুলো আসছে। তাদের সঙ্গে কথা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও যদি কেউ আসে এবং সমঝোতার উদ্যোগ নেয়ার কথা বলে তাহলে আমি তা করবো।”

সোমবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সঙ্গে মতবিনিময় শেষে  ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ড. ইউনূস বলেন, “দেশের অর্ধেকই তরুণ। এই তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে।” এই তরুণদের ভবিষৎ অন্ধকারের দিকে ঠেলে দেবেন না বলে ইউনূস রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

দীর্ঘস্থায়ী শান্তির জন্য রাজনীতিবিদদের সমঝোতায় পৌঁছার ওপর গুরুত্বারোপ করেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ায় উচিত উল্লেখ করে ড. ইউনূস বলেন, “দেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচন হলে শান্তি নিশ্চিত হয় সে পদ্ধতিতে নির্বাচন চায়। এ নিয়ে সমঝোতার উদ্যোগের যত দেরি হবে অশান্তি তত বাড়বে।”

সৈয়দ ইব্রাহিম ড. ইউনূসের প্রশংসা করে বলেন, “ভয় ভীতিহীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন। এজন্য সরকারের প্রতি জনমতের চাপ সৃষ্টি করতে হবে।” এক্ষেত্রে ড. ইউনূসের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৬   ৩২৭ বার পঠিত