মঙ্গলবার, ২১ জুন ২০২২
আজ পদ্মা সেতুর উত্তর-দক্ষিণে দুটি থানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » আজ পদ্মা সেতুর উত্তর-দক্ষিণে দুটি থানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বঙ্গনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বেলা তিনটায় পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত নতুন দুটি থানার কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি গৃহহীন-ভূমিহীন মানুষের কাছে হস্তান্তর করবেন।
একই সঙ্গে ১২টি পুলিশ হাসপাতাল আধুনিকায়নের কাজ, ৬টি নারী ব্যারাক ও অনলাইন জিডি ব্যবস্থার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী যে থানা দুটি উদ্বোধন করবেন, তা হলো—পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা।
মো. কামরুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারা দেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে। সব গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে।
এর আগে গত ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। মো. কামরুজ্জামান বলেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে।
আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল ও ৬টি নারী ব্যারাকের আধুনিকায়ন কাজের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান মো. কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৫:৪১:০৭ ৩১১ বার পঠিত #থানা উদ্বোধন #পদ্মা সেতু #প্রধানমন্ত্রী #বাংলাদেশ #শেখ হাসিনা