শনিবার, ১৮ জুন ২০২২
বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, সাহায্যের জন্য টোল ফ্রি নম্বর
Home Page » জাতীয় » বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, সাহায্যের জন্য টোল ফ্রি নম্বরবঙ্গ-নিউজ: ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্যা পরিস্থিতি সামনের দুই-তিনদিনে আরও অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা আছে।
এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে বাংলাদেশ সেনবাহিনী। বন্যার্তরা সহযোগিতার জন্য কোনো খরচ ছাড়াই এই নম্বরগুলোতে কল করতে পারবেন।
গ্রামীণফোনের নম্বরগুলো হচ্ছে ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮; রবির ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭; বাংলালিংকের ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪; টেলিটকের ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।
তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের ১২ উপজেলার লাখ লাখ মানুষ। পানি ঢুকে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে বিদ্যুৎকেন্দ্র, যার কারণে সিলেট এখন বিদ্যুৎহীন।
বাংলাদেশ সময়: ২০:৪৮:২৮ ৪৩৬ বার পঠিত #অবনতি #টোর ফ্রি #বন্য পরিস্থিতি #সেনাবাহিনী