বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ

Home Page » জাতীয় » শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



শেখ হাসিনা জীবন রক্ষার জন্য হাজার কর্মীর শপথ

বঙ্গ-নিউজ: দেশের সরকার প্রধান ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন এক হাজার যুবলীগ কর্মী। গতকাল বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রকাশ্যে এই শপথ গ্রহণ করেন তারা। শপথবাক্য পাঠ করান কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটু।

কবিরহাট বাজারে একটি প্রতিবাদ সমাবেশে এই শপথ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শেখ হাসিনা আমাদের মায়ের সমতুল্য। আমাদের জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেবো না। তাই আমরা একযোগে আত্মাহুতির শপথ নিয়েছি।

বক্তরা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্রকারীরা ততই মাথাচাড়া দিয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে দেশে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, এতে করে গায়ে জ্বালা ধরে গেছে ষড়যন্ত্রকারীদের। তাই তারা শেখ হাসিনাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু জীবন থাকতে আমরা সেটা হতে দেব না।

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩৫   ৪০২ বার পঠিত   #  #  #  #