বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

মধ্যনগরে নৌ দুর্ঘটনা এড়াতে ওসির মাইকিং

Home Page » সারাদেশ » মধ্যনগরে নৌ দুর্ঘটনা এড়াতে ওসির মাইকিং
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদরে বিভিন্ন ধরনের যাত্রীবাহী নৌ পরিবহন ও টাংগুয়ার হাওর কেন্দ্রীক টুরিস্ট নৌপরিবহনে দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক  মাইকিং করেছেন মধ্যনগর থানার ওসি জাহিদুল হক।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর বাজারের ঠাকুরাকোনা ট্রলার ঘাট,কলমাকান্দা ট্রলার ঘাট,পিপড়াকান্দা ট্যুরিস্ট ট্রলার ঘাটে এই সর্তকতামূলক মাইকিং করেন তিনি।

ওসি জাহিদুল হক জানান, যাত্রীবাহী ও পর্যটকবাহী নৌপরিবহনে অতিরিক্ত যাত্রী বোঝাই না করে,ঝড়ের সময় যাতে কোনো নৌপরিবহন ছেড়ে না যায়, নৌকায় যাতে বজ্রনিরোধক দন্ড ও লাইফ জ্যাকেট রাখা হয় এবং  পর্যটকবাহী নৌপরিবহনে যাতে মাদকের ব্যবহার না হয় সেইজন্য মাইকিং করে সবাইকে সচেতন করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১২:১৪   ৫৫৪ বার পঠিত   #  #  #