বুধবার, ১৫ জুন ২০২২

প্রণয়কুঞ্জ - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » প্রণয়কুঞ্জ - গুলশান আরা রুবী
বুধবার, ১৫ জুন ২০২২



---

চলো ঐ দিগন্ত পেরিয়ে যমুনার তীরে-

যেখানে অনুরণিত রং প্রণয়কুঞ্জ রয়েছে পরে,

বর্ষায় ফোটা কদম গাছের নিচে, রূপকথার নায়ক-নায়িকা হয়ে থাকি!

গোধূলির সমিরণে পরাগরেণুর লাগুক মাখামাখি।

ও হে বহ্নিশিখা…

শুল্কপক্ষের সপ্তমির চাঁদের মায়ায়-

কুলকুল বয়ে চলা জীবন ও নদী।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৫   ৪০৪ বার পঠিত