মঙ্গলবার, ১৪ জুন ২০২২
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপচার্য হলেন অধ্যাপক ড. মো.আবু নঈম শেখ
Home Page » সারাদেশ » সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপচার্য হলেন অধ্যাপক ড. মো.আবু নঈম শেখস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ :সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(সুবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। বর্তমানে তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়।
ড. নঈম শেখ জাপান সরকারের বৃত্তির অধীনে কিয়োটো বিশ্ববিদ্যালয়ে গবেষণা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতকে (সম্মান) ১ম শ্রেণিতে ৪র্থ এবং স্নাতকোত্তরে ১ম শ্রেণিতে ৩য় স্থান অর্জন করেন।এই গণিতবিদের ২০টির অধিক গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে এবং ১টি গণিতের আন্তর্জাতিক কংগ্রেসে প্রকাশিত হয়। ড. আবু নঈম একাধিকবার ডুয়েটের সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
ড. নঈম শেখ ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৩ ৫০৮ বার পঠিত #বিশ্ববিদ্যালয় #সুনামগঞ্জ