রবিবার, ২৫ আগস্ট ২০১৩
নতুন ঠিকানায় সাকিব ও তামিম, মুশফিক শেখ জামালেই ।
Home Page » খেলা » নতুন ঠিকানায় সাকিব ও তামিম, মুশফিক শেখ জামালেই ।তবে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার আগের ঠিকানা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেই থাকছেন।সাকিব, তামিম ও নাসির হোসেন খেলবেন যথাক্রমে কলাবাগান ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে।
আগের মৌসুমের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া দলে ছিলেন তামিম ও সাকিব আর নাসির ছিলেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের খেলোয়াড়।
‘এ+’ শ্রেণিতে থাকা এই চার ক্রিকেটারের প্রত্যেকে এক মৌসুমে ২২ লাখ টাকা করে পাবেন।
দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে মোহামেডান।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস ও নাজিমউদ্দিনের দল আবাহনী।
জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক জুনিয়রের নতুন দল ভিক্টোরিয়া।
জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। গত মৌসুমে আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে মুশফিকুর রহিমের সতীর্থ আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম ও শফিউল ইসলাম।
অফস্পিনার সোহাগ গাজীকে নিয়ে দল সাজিয়েছে প্রাইম দোলেশ্বর। সেখানে তার সঙ্গী মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক।
নিলামের ফাঁকে শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের বলেন, “গত মৌসুমেও আমাদের দলে মুশফিক খেলেছিল। সেবার অসাধারণ মৌসুম কেটেছিল তার। সে একজন অলরাউন্ড ক্রিকেটার। এবারও সে-ই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাকে না পেলে নাসিরের কথা ভাবতাম।”
গত বছর রেলিগেশন ম্যাচে বাংলাদেশ বিমানকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকা ব্রাদার্স ইউনিয়ন ভীষণ উচ্ছ্বসিত তামিমকে দলে পেয়ে। ব্রাদার্সের ব্যবস্থাপক আমিন খান বলেন, “শুরু থেকেই তামিমকে দলে নেয়ার লক্ষ্য ছিল আমাদের। দলের কম্বিনেশনের কথা ভেবেই দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যানকে দলে চেয়েছি আমরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি আসরে নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলবদল হলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারই প্রথম এ পদ্ধতিতে দলবদল হচ্ছে।
রোববার বেলা ৩টায় হোটেল রুপসী বাংলায় এই নিলাম শুরু হয়।
লটারিতে নাম উঠলেও ‘এ+’ শ্রেণি থেকে কোনো ক্রিকেটারকে নেয়নি আবাহনী ক্রীড়াচক্র। ‘এ+’ শ্রেণির লটারিতে অংশ নেয়নি সিসিএস এবং খেলাঘরও।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) তৈরি করা ‘এ+’, ‘এ’, ‘বি+’, ‘বি’, সি’, ‘ডি’, ও ‘ই’ শ্রেণিভুক্ত খেলোয়াড়দের জন্য আলাদাভাবে লটারি হয়।
এর মধ্যে প্রথম ও শেষ শ্রেণি ছাড়া বাকি পাঁচটি শ্রেণিতে থাকা ১৩২ জন ক্রিকেটারের দল পাওয়া বাধ্যতামূলক করা হয়।
‘এ’ শ্রেণিতে ১২ জন ১৫ লাখ, ‘বি+’ শ্রেণির ২৪ জন ১০ লাখ, ‘বি’ শ্রেণির ৩৬ জন ৮ লাখ, ‘সি’ শ্রেণির ২৪ জন ৫ লাখ এবং ‘ডি’ শ্রেণিতে থাকা ৩৬ জন মৌসুমে আড়াই লাখ টাকা করে পাবেন।
‘ই’ শ্রেণীর ৫৩ জন ক্রিকেটার এ মৌসুমে লিগ খেললে পাবেন এক লাখ টাকা করে। একটি দল এই শ্রেণি থেকে সর্বোচ্চ চারজন ক্রিকেটার নিতে পারবে
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৩ ৩৩৩ বার পঠিত