রবিবার, ২৫ আগস্ট ২০১৩

৪ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুনাফা

Home Page » সংবাদ শিরোনাম » ৪ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মুনাফা
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



index3.jpgবঙ্গ-নিউজ ডটকম:  সদ্য বিদায়ী ২০১২-২০১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নীট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১শ’ ৫২ কোটি ৩৭ লক্ষ টাকা।যা বিগত বছরের তুলনায় ৭ দশমিক ৬১ শতাংশ বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বছরের মতো এবারও ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্টস অনুসারে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ ও বহিঃনিরীক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত হয়েছে। বিদায়ী অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট আয় ৫ হাজার ৫শ’ ৩৩ কোটি ৩১ লক্ষ টাকা, মোট ব্যয় ১ কোটি ৩শ’ ৮০ কোটি ৯৪ লক্ষ টাকা এবং নীট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১শ’ ৫২ কোটি ৩৭ লক্ষ টাকা। যা বিগত বছরের তুলনায় ৭ দশমিক ৬১ শতাংশ বেশি। এছাড়া একই সময়ে সরকারকে হস্তান্তরযোগ্য মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭২ কোটি ১ লক্ষ টাকা। যা বিগত অর্থবছরে হস্তান্তরিত ৩ হাজার ৬শ’ ৭৪ কোটি ২৩ লক্ষ টাকা অপেক্ষা ৩শ’ ৯৭ কোটি ৭৮ লক্ষ টাকা বা ১০ দশমিক ৮৩ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২০১২-২০১৩ অর্থবছরের আর্থিক বিবরণী বিগত বছরের মতো সফ্টওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় হিসাবায়ন ব্যবস্থার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। উক্ত আর্থিক বিবরণী সরকার কর্তৃক নিয়োজিত বহিঃনিরীক্ষা প্রতিষ্ঠান কেআইএমজি লোয়ার গ্লফ লিমিডেট, দুবাই এবং কেপিএমজি রহমান হক, বাংলাদেশ কর্তৃক যৌথভাবে আইটি বেইস্ট এবং আইএসএ অনুসারে নিরীক্ষিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৭   ৩৮১ বার পঠিত