রবিবার, ২৫ আগস্ট ২০১৩
শাহরুখ নিজের মত প্রেমিক খুঁজতে বললেন মেয়েকে
Home Page » বিনোদন » শাহরুখ নিজের মত প্রেমিক খুঁজতে বললেন মেয়েকেবঙ্গনিউজ ডটকমঃ শাহরুখ খান নিজেকে আদর্শ প্রেমিক মনে করেন। তাই নিজের মেয়েকেও বললেন তার মতই প্রেমিক খুঁজে নিতে।
শাহরুখ বলেন, `সুহানাকে বলি আমার মত প্রেমিক খুঁজতে। আমি ভালবাসার জন্য খুব ভালো। আমি ভদ্র, শিক্ষিত, ভালবাসতে জানি, ভালোবাসার মানুষের খেয়াল রাখি। সুহানার আমার মতই প্রেমিক খোঁজা উচিত। যদি এটা আমি আমার মেয়েকে বলতে পারি তো পৃথিবীর যে কোনও মেয়েকে বলতে পারি।`
`চেন্নাই এক্সপ্রেস` এর সাফল্যের পর অবশেষে রবিবারে অবসর সময় কাটাচ্ছেন শাহরুখ। টুইটারে লেখেন, `আজকের দিনটা আমি কাঁধ, মাথা আর হার্টের আরামের জন্য রেখেছি।`
বাংলাদেশ সময়: ২০:১০:২৫ ৩৭৪ বার পঠিত