রবিবার, ২৫ আগস্ট ২০১৩

“নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত -সিইসি “

Home Page » প্রথমপাতা » “নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত -সিইসি “
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



image_51086.jpgবঙ্গনিউজ ডটকমঃ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। রোববার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে বরগুনা-২ আসনের তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি বলেন, আদালতের রায় বহাল থাকায় জামায়াত তাদের প্রতীকে এবং দল হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে জামায়াতের প্রার্থীরা ভিন্ন প্রতীক নিয়ে কোনো জোট থেকে নির্বাচন করতে পারবে। তিনি বলেন, ‘একই কারণে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বরগুনা-২ আসনের উপ নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫০   ৩৫৬ বার পঠিত