শুক্রবার, ২৭ মে ২০২২

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ মে ২০২২



ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে এশিয়ার দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা চাই রোহিঙ্গারা সসম্মানে তাদের দেশে ফিরে যাক। এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সহযোগিতা করতে এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

আজ  জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ভবিষ্যৎ এশিয়া বিষয়ক ২৭তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়েছিলেন তিনি। সম্মেলনের স্লোগান ছিল ‘বিভক্ত বিশ্বে এশিয়ার ভূমিকা পর্যালোচনা করা’।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ বাস করে এশিয়ায়। একইসাথে বিশ্বের সবেচেয়ে বেশি দরিদ্র মানুষের সংখ্যাও এই মহাদেশে। তাই কোনো মতপার্থক্য থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। এশিয়ার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে চাইলে স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। এক দেশ অস্থির হয়ে পড়লে এর প্রভাব পড়ে অন্য দেশেও।

বাংলাদেশ সময়: ২০:৪৯:২৭   ৪৫৩ বার পঠিত   #  #  #  #  #