শুক্রবার, ২৭ মে ২০২২

এম সি কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Home Page » সারাদেশ » এম সি কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ২৭ মে ২০২২



 বঙ্গনিউজ

নিজস্ব প্রতিবেদক,বঙ্গনিউজঃ এম সি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস রাহুল (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ।

আজ শুক্রবার (২৭মে) সকাল ১১ টায় তার লাশ সিলেট নগরীর পাঠানঠুলার গোয়াবাড়ি এলাকায় মোহনা আবাসিক এলাকার ব্লক সি/২২ নম্বর খলিল মিয়ার ভাড়া মেসের একটি রুম থেকে সৌরভের লাশ উদ্বার করা হয়।

সে সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রামের মন মোহন দাসের ছেলে।ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার এসআই দয়াময় দাস ও সমীরন সিংহ ঘটনাস্থলে থেকে লাশ উদ্বার করেন।

নিহত সৌরভ দাস রাহুলের পাশের রুমের বাসিন্দা ঝুমুর তালুকদার বলেন, সে ছেলে হিসেবে ভালো ছিলো।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) খালেদ মামুন।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো.খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসে লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে। কিসের জন্য মারা গেছে তা তদন্ত করে বের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:২১   ৩১৭ বার পঠিত   #  #  #  #