শুক্রবার, ২৭ মে ২০২২

গিয়াস উদ্দিন নুরীর বাইপাস সার্জারি সম্পন্ন

Home Page » সারাদেশ » গিয়াস উদ্দিন নুরীর বাইপাস সার্জারি সম্পন্ন
শুক্রবার, ২৭ মে ২০২২



গিয়াস উদ্দিন নুরী তালুকদারবঙ্গ-নিউজ :সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে   শারীরিকভাবে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (২৬ মে) ভারতের চেন্নাই এপ্যোলো হসপিটালে সিনিয়র কার্ডিও  সার্জন ডক্টর ধীরাজ রেড্ডি এই বাইপাস সার্জারি সম্পন্ন করেন।

বর্তমানে রোগীর অবস্থা ভালো রয়েছে।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে  তালুকদার মোহাম্মদ শামসুজ্জোহা ডন।

তালুকদার মোহাম্মদ শামসুজ্জোহা ডন বলেন,আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করেন এবং মধ্যনগর উপজেলা তথা সুনামগঞ্জ জেলার এবং আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী , বন্ধু-বান্ধব দেশ ও বিদেশে , জুনিয়র সিনিয়র , সকল সম্প্রদায়ের সবার কাছে দোয়া - প্রার্থনা করার জন্য আহবান করেছেন । ডক্টরের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করার পর বলেছেন রোগী অনেক স্ট্যাবল ও ভাল আছেন। আজই যেকোন সময় কেবিনে স্থানান্তর করবেন ।

বাংলাদেশ সময়: ১০:৪২:৩০   ৪৭৯ বার পঠিত   #  #