বুধবার, ২৫ মে ২০২২

ইভিএমে কারচুপির সুযোগ নেই: ড, জাফর ইকবাল

Home Page » জাতীয় » ইভিএমে কারচুপির সুযোগ নেই: ড, জাফর ইকবাল
বুধবার, ২৫ মে ২০২২



ফাইল ছবি-ড, জাফর ইকবাল

বঙ্গ-নিউজ:  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএম নিয়ে ক্ষমতাসীন দল ছাড়া বাকি সবগুলো পার্টির মধ্যেই কমবেশি প্রশ্ন আছে, আছে অনাস্থা। সেই অনাস্থা দূর করার চেষ্টার অংশ হিসেবে আজ বুধবার কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, ইসি। সেখানে অংশ নিয়ে বিশিষ্ট প্রযুক্তিবিদ ড. জাফর ইকবাল বলেছেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এবং ইভিএম পরীক্ষা-নিরীক্ষার পর কারিগরি বিশেষজ্ঞ, গবেষক ও প্রযুক্তিবিদদের পক্ষ থেকে কথা বলেন ড. জাফর ইকবাল। তিনি বলেন, আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছি। ইভিএম আসলে খুব সহজ একটা প্রযুক্তি। এটাতে কারচুপির কোনো সুযোগ নেই। মেশিনটির ব্যাপারে আমরা সন্তুষ্ট।

ইভিএমে ভোট গ্রহণের পর চাইলে ফলাফল পাল্টে দেওয়া যায়, কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগের ব্যাপারে জাফর ইকবাল বলেন, এটা প্রায় অসম্ভব। যারা এই অভিযোগ সামনে নিয়ে এসেছেন, তাদেরকে অনুরোধ করবো, কীভাবে ফলাফল পাল্টে দেওয়া যায়, তা লিখিত আকারে দিন। আমরাও দেখি।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৩০   ৪৩৬ বার পঠিত   #  #