বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

ই-কমার্সের উন্নয়নে সিঙ্গাপুর পাশে থাকবে

Home Page » জাতীয় » ই-কমার্সের উন্নয়নে সিঙ্গাপুর পাশে থাকবে
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২



জুনায়েদ আহমেদ পলক,ম্যাগডালিন লো,চু ওয়াই ইয়ে,নাসিমা আক্তার ও সৌম্য বসু

বঙ্গ-নিউজ: বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়ন এবং এই খাতে ইকোসিস্টেম গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করবে সিঙ্গাপুর। আজ বৃহস্পতিবার (১৯ মে) দেশটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘অ্যাপাক ডিজিটাল ইনোভেশন সম্মেলন’-এ যোগ দেওয়ার আগে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক ওই বৈঠকে এমন আশ্বাস পাওয়া গেছে।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিচালক ম্যাগডালিন লো এবং সিঙ্গাপুর কাস্টমসের নেটওয়ার্ক ট্রেড প্ল্যাটফর্ম অফিসের পরিচালক চু ওয়াই ইয়ে বৈঠককে উপস্থিত ছিলেন।

বৈঠকে ই-কমার্স খাতে পারস্পরিক লেনদেন, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনায় সিম লেস অ্যান্ড টু অ্যান্ড ডিজিটাল ট্রেড, ব্যবাসায়িক তথ্যের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা হয়। পাশাপাশি উঠে আসে ক্রসবর্ডার পেমেন্ট সিস্টেমের কথাও।

অপরদিকে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং বাংলাদেশ ই-কমার্সের গ্লোবাল অ্যাডভাইজার সৌম্য বসু।

বাংলাদেশ সময়: ২০:৩৫:১৩   ৩২৩ বার পঠিত   #  #