রবিবার, ১৫ মে ২০২২

সোমা ঘোষ মনিকার জীবনী ও গ্রন্থ

Home Page » সাহিত্য » সোমা ঘোষ মনিকার জীবনী ও গ্রন্থ
রবিবার, ১৫ মে ২০২২



 সোমা ঘোষ মনিকাঅনিন্দ্য সুন্দর শিক্ষার নগরী ময়মনসিংহের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার ধানীখোলা উজান দাস পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, লেখিকা সোমা ঘোষ মনিকা। লেখিকার পিতা একজন ক্ষুদ্র পুস্তক ব্যবসায়ী দিপক ঘোষ, সরল ও সৎ মানুষ। লেখিকার মা একজন

লক্ষ্মীমন্ত গৃহিণী রানু ঘোষের আদরে, স্নেহে ও ভালোবাসায় বেড়ে উঠেন লেখিকা। লেখিকার শিক্ষা জীবনের শুরু হয়.. ময়মনসিংহের বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তারপর  মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, আলমগীর মনসুর (মিন্টু) কলেজ থেকে এইচএসসি পাশ করার পর, সরকারি আনন্দ মোহন কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে, মোমেনশাহী ‘ল’ কলেজ থেকে এল.এল.বি পাশ করেন। বর্তমানে ময়মনসিংহ জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। ‘কোমল কনিকা’ লেখিকার প্রথম কাব্য গ্রন্থ, লেখিকা কবিতা ছাড়াও আরো অনেক ছোটগল্প, নাটক লিখেছেন। লেখিকার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ গুলো হল- ‘পাষাণ প্রস্তর’, ‘কবিতা ও কয়েকটি প্রহর’ ইংরেজি কাব্যগ্রন্থ “Love And the Lovers” ছোট গল্পগ্রন্থ ‘স্ফুলিঙ্গ,’ ‘বারুদ ও কাজের গল্প।’

সোমা ঘোষ মনিকার গ্রন্থ

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৪   ১৯০৭ বার পঠিত   #  #  #  #