শুক্রবার, ১৩ মে ২০২২
আই আই এস টি পলিটেকনিকে নবীন বরণ
Home Page » শিক্ষাঙ্গন » আই আই এস টি পলিটেকনিকে নবীন বরণ
বঙ্গনিউজঃ দেশের প্রথম সারির ও পুরনো প্রতিষ্ঠান আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থ্যাৎ আই আই এস টি পলিটেকনিক এর ২০২১-২২ সেশনের একাংশ নবীন বরণ হয়ে গেল ১২ মে ২০২২ রোজ বৃহস্পতিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড. প্রকৌশলী শেখ আবু রেজা , সাবেক পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সাবেক কনসালটেন্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু হাসান প্রধানীয়া রেজিস্ট্রার, আই আই এস টি পলিটেকনিক
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোশারফ আদনান, ডিজিটাল মার্কেটিং অফিসার এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স, আই আই এস টি পলিটেকনিক ।
আরও বক্তব্য রাখেন প্রতিটি বিভাগীয় প্রধান সহ অন্যান রা
নবীন বরণে সভাপতি, হিসেবে উপস্থিত ছিলেন, শেখ আবু জাফর (জুয়েল), অধ্যক্ষ, আই আই এস টি পলিটেকনিক।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন উক্ত নবীন বরণে অনুষ্ঠানে ।
বাংলাদেশ সময়: ৯:৪৭:৩৫ ৬৫৯ বার পঠিত #আই আই এস টি পলিটেকনিক #নবীন বরণ