রবিবার, ৮ মে ২০২২

বাংলাদেশে ‘অশনি’ আঘাত হানার আশঙ্কা নাই: প্রতিমন্ত্রী

Home Page » জাতীয় » বাংলাদেশে ‘অশনি’ আঘাত হানার আশঙ্কা নাই: প্রতিমন্ত্রী
রবিবার, ৮ মে ২০২২



ফাইল ছবি-প্রতিমন্ত্রী ডা; এনামূর রহমান

বঙ্গ-নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে যখন উৎকণ্ঠা বাড়ছে তখন আশার বাণী শোনালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ রোববার (৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অশনি বাংলাদেশে আঘাত হানবে, এখন পর্যন্ত তেমন কোনো আশঙ্কা নেই। তারপরও আমরা সতর্ক আছি।

সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, এখন পর্যন্ত যেদিকে অশনির অবস্থান, তাতে দিক পরিবর্তন না করলে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে দেশে ঝড়-বৃষ্টি হতে পারে।

এর আগে গত ৫ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় ‘অশনি’বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। উত্তর-পূর্বদিকে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলায় এটি আঘাত হানতে পারে।

প্রতীকি ছবি-ঘুর্ণিঝড়

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটা স্টেপে আমাদের প্রস্তুতি কী হবে, পরিস্থিতি মোকাবেলায় কাদের সংযুক্ত করব, দায়িত্ব কাদের দেওয়া হবে, কীভাবে কোথায় নির্দেশনা দিতে হবে- প্রাথমিকভাবে আমরা সেগুলো ঠিক করেছি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী পরবর্তীতে আমরা একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকব এবং নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে দিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৩১:৫৩   ৪৮১ বার পঠিত   #  #  #  #