বৃহস্পতিবার, ৫ মে ২০২২

পর্যটকদের উপর হামলা- আটক ২

Home Page » ফিচার » পর্যটকদের উপর হামলা- আটক ২
বৃহস্পতিবার, ৫ মে ২০২২



---
বঙ্গনিউজঃ জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলার ঘটনায় ২ জন হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ও ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ সেলিম আহমেদ (২১)। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি বলেন, পর্যটকদের উপর হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

---

এর আগে বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে লাঠি-শোটা নিয়ে পর্যটকদের উপর হামলে পড়ে কিছু স্বেচ্ছাসেবী। হামলায় নারী, শিশু সহ অনন্ত ৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সাথে কাউন্টার লোকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৯   ৫৫২ বার পঠিত   #  #  #  #