বুধবার, ৪ মে ২০২২
মধ্যনগরে ইয়াবার বিশাল চালানসহ কারবারি আটক
Home Page » সারাদেশ » মধ্যনগরে ইয়াবার বিশাল চালানসহ কারবারি আটক
স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া থেকে আব্দুস সাত্তার (৪৬) নামে এক ইয়াবা কারবারি কে ১৩০৯ (এক হাজার তিনশত নয়) পিস ইয়াবাসহ বুধবার (৪ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।গ্রেফতারকৃত ইয়াবা কারবারি আব্দুস সাত্তার উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের আকবর আলীর ছেলে।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন এসআই মাসুদ রানা, এএসআই কিম্মত আলী মীর,এএসআই আব্দুল কাইয়ুম।মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত আব্দুস সাত্তারের নামে মামলা রুজু করে আগামীকাল সকালে আদালতে সোর্পদ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৫১:৫৩ ১০৬৯ বার পঠিত #ইয়াবা #মধ্যনগর #সুনামগঞ্জ