রবিবার, ১ মে ২০২২
আজ চাঁদ না দেখা গেলে আবার সন্ধ্যায় ২ মে’র টিকিট বিক্রি
Home Page » জাতীয় » আজ চাঁদ না দেখা গেলে আবার সন্ধ্যায় ২ মে’র টিকিট বিক্রিবঙ্গনিউজঃ আজ শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদযাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।
চাঁদের ওপর ভিত্তি করে একইসঙ্গে ৪ মে’র অগ্রিম টিকিটও বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রবিবার (১ মে) কমলাপুর রেল স্টেশনের নিজ কার্যালয়ে ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
মাসুদ সারওয়ার বলেন, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২ ও ৪ তারিখের টিকিট বিক্রি করা হবে। আজ যদি চাঁদ না দেখা যায়, তাহলে সন্ধ্যার পর ২ তারিখের টিকিট বিক্রি করা হবে। এছাড়া আজ চাঁদ দেখার পর আমরা ৪ তারিখের টিকিটও বিক্রি করবো।
বাংলাদেশ সময়: ১৬:০২:১৪ ৪৪৯ বার পঠিত #ঈদ মোবারক #ঈদের চাঁদ #টিকেট #ফেরি ঘাট #বাড়ি ফেরা #যানজট