রবিবার, ২৪ এপ্রিল ২০২২
তোমার তর্জনী -গুলশান আরা রুবী
Home Page » সাহিত্য » তোমার তর্জনী -গুলশান আরা রুবীতোমার কথা থাকবে
এই সবুজের বাংলার বুকে
উজ্জল নক্ষত্র হয়ে রবে সবার তরে।
তুমি মিশে আছো মনের গভীরে
অন্তত কালের জন্য রবে
গর্বিত বাংলার মানুষের কন্ঠস্বরে।
তুমি ছিলে সততার মাঝে
গরীবের বন্ধু হয়ে মিলেমিশে
তুমি ছিলে বাংলার মানুষের
বটের ছায়া হয়ে সবার সাথে।
এই সবুজের বুকে তোমার পায়ে চিহ্ন এঁকেছে
কত ছবি শিশির ভেজা দুর্বা ঘাসে।
তাইতো আজ এই প্রকৃতি ফুলে ফলে হাসে।
তোমার উচ্চকন্ঠে তর্জনীতে
উচ্চারিত ধ্বনি জাগ্রত বাংলাদেশ।
তাইতো টেউয়ের তালে সুরে সুরে
কত শিল্পি গায় তোমার জয় গান স্বাধীন দেশ বাংলাদেশ।
কত মহাকবি মহাকাব্যে কবিতা হয়ে
কত শিল্পীর রং তুলির আঁচড়ে মমতার ছবি হয়ে।
বাংলাদেশ সময়: ১৯:৪৯:০৩ ৬০৮ বার পঠিত #কবি #গুলশান আরা রুবী #তর্জনী