শনিবার, ২৪ আগস্ট ২০১৩
“ঐশী স্বীকার, বাবা-মাকে খুনের দায়”
Home Page » প্রথমপাতা » “ঐশী স্বীকার, বাবা-মাকে খুনের দায়”বঙ্গ-নিউজ ডটকম: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর ও তার স্ত্রী স্বপ্না রহমানকে খুনের দায় স্বীকার করেছে তাদের একমাত্র মেয়ে ঐশী রহমান।শনিবার মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের খাস কামরায় সে খুনের সঙ্গে তার দায়ের কথা স্বীকার করে। তবে দায় স্বীকার করে ঐশী কী বলেছে, তা বিস্তারিত জানা যায়নি।
এর আগে ঐশী ও গৃহকর্মী সুমিকে দুপুর ১২টায় ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়া হয়। সেখানেই দায় স্বীকার করে ঐশী।
বিকেল সাড়ে পাঁচটার সময় এ প্রতিবেদন লেখার সময়ও ম্যাজিস্ট্রেটের খাস কামরায় গৃহকর্মী সুমির জবানবন্দি গ্রহণ চলছে বলে জানা গেছে। ঐশীও সেখানে অবস্থান করছে।
উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশ দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮:১১:৪৯ ৩৯১ বার পঠিত