মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

ঈদে চমক নিয়ে আসছেন নুরআলম সিদ্দিকী

Home Page » বিনোদন » ঈদে চমক নিয়ে আসছেন নুরআলম সিদ্দিকী
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২



“টান” শর্টফ্লিম এর পোস্টার

মো:এনামুল হক বাবু,  বিনোদন প্রতিবেদকঃ নুরআলম সিদ্দিকী এই সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেতা, ইতিমধ্যে এই অভিনেতা বেশ কয়েকটি শর্টফ্লিম এবং মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন নুরআলম সিদ্দিকী । এর মধ্যে তার অভিনয় করা ‘তিন টোকাইর গল্প ‘ শর্টফ্লিম টি দর্শকদের মনে যায়গা করে নেন। এবার পবিএ ঈদুল ফিতর উপলক্ষে নুরআলম সিদ্দিকী

তার গল্পে এবং শাখাওয়াত হোসেন ( আর জে) পরিচালনায় এ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে আসতে যাচ্ছে নতুন শর্টফ্লিম “টান”।

টান মুলত ঈদে চাকরি জীবি মানুষদের বাড়ি ফেরার গল্প নিয়ে নির্মিত করা হয়েছে । ইতিমধ্যে শর্টফিল্ম টির শুটিং এর কাজ শেষ করা হয়েছে, এখন ভিডিওটি এডিটিং এর কাজ চলতেছে। টান শর্টফ্লিম টি নুরআলম সিদ্দিকীর নিজস্ব ইউটিউব চ্যানেল ড্রিম-হাউস এর ব্যানারে ঈদের ২ দিন আগে রিলিজ দেওয়া হবে।

এই বিষয়ে নুরআলম সিদ্দিকীর সাথে কথা হলে তিনি গণমাধ্যম’কে জানান
অনিচ্ছাকৃত অনেক ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও একটু অন্য রকম কিছু করার চেষ্টা করেছি আমরা ( ঠিক ও ভুল গুলো অবশ্যই মনে করিয়ে দিবেন দর্শকরা )আশাকরছি সকলের নিজস্ব মতামত জানাবেন। সবার ভালবাসা নিয়েই অনেক দুর এগিয়ে যেতে চাই নুরআলম সিদ্দিকী এবং সবাই আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করবো সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সবার ভালবাসায় সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৪৭   ৬৬৪ বার পঠিত   #  #  #  #  #  #