সোমবার, ১৮ এপ্রিল ২০২২

ইউক্রেনের লভিভে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

Home Page » জাতীয় » ইউক্রেনের লভিভে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬
সোমবার, ১৮ এপ্রিল ২০২২



ইউক্রেনের লভিভে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র হামলা , ফাইল ছবি
বঙ্গনিউজঃ    ইউক্রেনের লভিভ অঞ্চলে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ছয় জন নিহত ও আট জন আহত হয়েছেন।

অঞ্চলটির গভর্নর মাকিসম কোজিটস্কি টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। খবর বিবিসি ও প্রাভাদার।

‘প্রাথমিক তথ্যের’ ওপর ভিত্তি করে গভর্নর বলেন, লভিভ অঞ্চলে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি।

আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

মাকিসম কোজিটস্কি বলেন, ওয়েস্ট এয়ার কমান্ডের তথ্য অনুযায়ী, আজ সকালে লভিভে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

জানানো হয়, এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সামরিক অবকাঠামোতে। বাকিটি পড়েছে একটি কারখানায়।

তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চলছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে খবরে।

যদিও এর আগে জানানো হয়েছিল, রাশিয়ার পাঁচটি রকেট আঘাত হেনেছে লভিভে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:২০   ৩৪৫ বার পঠিত   #  #  #  #