রবিবার, ১৭ এপ্রিল ২০২২

বাহারুল ইসলাম (টিটু বাহার) এর জীবনী ও গ্রন্থ

Home Page » সাহিত্য » বাহারুল ইসলাম (টিটু বাহার) এর জীবনী ও গ্রন্থ
রবিবার, ১৭ এপ্রিল ২০২২



বাহারুল ইসলাম (টিটু বাহার)

কবি বাহারুল ইসলাম (টিটু বাহার)-এর জন্য পুরানাে ঢাকায়। পিতা ওয়াপদার ইঞ্জিনিয়ার মরহুম হাজী নুরুল ইসলাম শিকদার এবং মাতা মরহুমা আমিনা বেগম। আজিমপুরের নামকরা স্কুল লিটল এনজেলস্ স্কুল থেকে সুনামের সাথে পঞ্চম শ্রেণি এবং ঢাকার ঐতিহ্যবাহী নামকরা স্কুল ওয়েষ্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি পাশ করেন। তিনি ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ থেকে এইচএসসি এবং ডিগ্রি সুনামের সাথে পাশ করেন। লেখালেখি অভ্যাস ছােটবেলা থেকেই। স্কুল ও কলেজে দেয়াল পত্রিকায়
নিয়মিত লেখক হিসেবে বেশ সুপরিচিত লাভ করেন। তার লেখা নিয়মিতভাবে দেশের নামকরা বিভিন্ন ম্যাগাজিন ও দৈনিক পত্রিকায় ছাপা হয়। তিনি কবিতার পাশাপাশি প্রবন্ধ ও গবেষনামূলক বঙ্গবন্ধুকে নিয়ে লেখাও লিখে থাকেন। তাই বঙ্গবন্ধুর আদর্শ তার রক্তের মধ্যে মিশে আছে। তিনি একজন কবি ও সংগঠক। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি  নিয়ে সব সময় কাজ করেন। তিনি সব সময় সৃজনশীল মেলবন্ধন করতে চেয়েছেন নিজের হৃদয়ে এবং কবিতা চর্চার মধ্য দিয়ে।

বাহারুল ইসলাম (টিটু বাহার) এর  গ্রন্থ

তিনি দীর্ঘদিন ধরে লালবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির পদে আসিন রয়েছেন। বর্তমানে তিনি জয়বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদে  সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত বঙ্গবন্ধু লেখক পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বরত। এছাড়াও নদী  নিরাপত্তা সামাজিক সংগঠন “নোঙর এর কার্যকরী সদস্য

তিনি দুইজন কন্যা সন্তানের জনক। ভালােবাসেন সাহিত্য। প্রজাপতি মন কবির প্রথম কাব্যগ্রন্থ ।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩০   ৩৪০ বার পঠিত   #  #  #  #  #  #