বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে - বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা
Home Page » জাতীয় » ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে - বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রাবঙ্গনিউজঃ পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯-কে বরণ করতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ রমজান মাস হওয়ায় এবার সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হলেও এবার মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গতিপথের পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
রমনার বটমূলে বর্ষবরণ উৎসব চলছেরমনার বটমূলে বর্ষবরণ উৎসব চলছে
এবারের শোভাযাত্রায় ঘোড়া ও টেপা পুতুলসহ মোট পাঁচটি বড় মোটিফ রয়েছে। এছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে শোভাযাত্রায়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই বলা হয়েছে, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। চারুকলা অনুষদের বানানো বৈশাখী মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে হবে।
সেই সঙ্গে বর্ষবরণের সব আয়োজন এবার বেলা ২টার মধ্যে শেষ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ।
বাংলাদেশ সময়: ১২:০০:১৮ ৪৯০ বার পঠিত #নববর্ষ #বাংলা #মঙ্গল শোভাযাত্রা