রবিবার, ১০ এপ্রিল ২০২২

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন

Home Page » জাতীয় » পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন
রবিবার, ১০ এপ্রিল ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজঃ অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতি নিয়েছে দেশটির পার্লামেন্ট। আগামীকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

পার্লামেন্ট সচিবালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আগ্রহীরা তাদের মনোনয়ন আজ দুপুর ২টার মধ্যে জমা দিতে পারবেন। এরপর, দুপুর ৩টার মধ্যে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করা হবে। আগামীকাল স্থানীয় সময় ১১টায় অধিবেশন শুরুর সম্ভাবনা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রবিবার দুপুর ১২টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে নতুন সংসদ নেতা পদে মনোনয়ন জমা নেওয়া হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লিগের(নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। গতকাল পর্যন্ত বিরোধী নেতা শাহবাজ আজ সংসদ নেতা নির্বাচিত হতে পারেন। সব ঠিক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত।

এদিকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৩   ৪১২ বার পঠিত   #  #  #