সোমবার, ৪ এপ্রিল ২০২২

ফাহমিদা কামালের জীবন ও কর্ম

Home Page » সাহিত্য » ফাহমিদা কামালের জীবন ও কর্ম
সোমবার, ৪ এপ্রিল ২০২২



ফাহমিদা কামাল

১৯৮২ সালের ১৪-ই মে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার বেতিয়ারকান্দি গ্রামে কবি ফাহমিদা কামাল জন্ম গ্রহন করেন। পরিবারের লোকজন কবিকে লিনু নামে ডাকে। পিতা মো. আব্দুল কাদির ভূঁইয়া এবং মাতা শরীফা বেগম এর নয় সন্তানের মধ্যে ফাহমিদা কামাল ষষ্ঠ সন্তান।

অত্যন্ত সমৃদ্ধ ও স্বনামধন্য পরিবারে জন্ম নেয়া ফাহমিদা কামাল সেই ছোটবেলা থেকেই বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি। কবি যতটুকু লেখক তার থেকেও একজন অনেক বড় পাঠক। পড়ার প্রতি প্রবল নেশা থেকেই লেখালেখির সূচনা। তিনি তরুণ প্রজন্মের কবি হতে চান। তাই তারুণ্যের ভাবনা চিন্তাই তার কলমে কবিতা হয়ে ধরা দেয়।

প্রেম-ভালবাসা-বিরহের কবি তিনি। লেখক জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনে ফাহমিদা কামাল একজন চমৎকার মানুষ। তাঁর নরম আর কোমল হৃদয়ে মানুষের জন্য অগাধ ভালবাসা। চারদিক থেকে সকল বয়সের মানুষের ভালবাসায় তিনি সিক্ত ।

ফাহমিদা কামালের বই

কবির প্রকাশিত বই:

বিপ্রতীপ জোছনা (যৌথ কাব্যগ্রন্থ): ২০২১

নিগূঢ় দীর্ঘশ্বাস (একক কাব্যগ্রন্থ): ২০২২

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৪   ৬৬৬ বার পঠিত   #  #  #  #