সোমবার, ২৮ মার্চ ২০২২

সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

Home Page » জাতীয় » সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
সোমবার, ২৮ মার্চ ২০২২



সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট মহাসড়কের সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন কোটালীপাড়া উপজেলার উত্তরপাড়া গ্রামের রুদ্র মাহামুদ (২০), উলাহাটি গ্রামের মুরাদ গাজী (২২) ও ঊনশিয়া গ্রামের নাঈম হাওলাদার (২২)। এর মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অপরজনের সম্পর্কে জানা যায়নি।

পুলিশ জানায়, একই মোটরসাইকেলে রুদ্র, মুরাদ ও নাঈম কোটালীপাড়া থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুদ্র ও মুরাদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় নাঈমকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে নাঈমের মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনের লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৫৬   ৩৭২ বার পঠিত   #  #  #  #  #