রবিবার, ২৭ মার্চ ২০২২

রুশ হামলার শিকার হলো ইউক্রেনের পারমাণবিক গবেষণা চুল্লি

Home Page » জাতীয় » রুশ হামলার শিকার হলো ইউক্রেনের পারমাণবিক গবেষণা চুল্লি
রবিবার, ২৭ মার্চ ২০২২



ফাইল ছবি
ডেস্ক রিপোর্টঃ  ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

খারকিভ ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনারা হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত থাকায় সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ধারাবাহিকতা আশেপাশের অঞ্চলগুলিকে দূষিত করবে। একইসাথে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

এর ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল এবং শহরের মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। এই ঘটনার প্রতিবাদে সেখানে ইউক্রেনীয়রা বিক্ষোভ-প্রতিবাদ শুরু করছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:০৬:১১   ৫৬৯ বার পঠিত   #  #  #