সোমবার, ২১ মার্চ ২০২২
আমেনা খানমের গ্রন্থ ও জীবনী
Home Page » সাহিত্য » আমেনা খানমের গ্রন্থ ও জীবনীকবি আমেনা খানম জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালের ৩০ নভেম্বর মাদারীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা: মরহুম ইউসুফ আলী (থানা খাদ্য নিয়ন্ত্রক) ও মাতা: নুরুন নাহার বেগম । অনেকটা শখের বসেই স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। এখন তিনি প্রতিনিয়তই লিখছেন। তাঁর ২০২১ সালের একক কাব্যগ্রন্থ- দুঃখবিলাসি অভিমান ও একক গল্পগ্রন্থ- জমানো নীল কষ্টগুলো। এবছর ২০২২-এর মহান একুশে বইমেলায় প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে একক কাব্যগ্রন্থ- নীল অভিমান এবং একক গল্পগ্রন্থ- তুমি নও আমার প্রতিবিম্ব।
লেখালেখির পাশাপাশি অবসরে পেইন্টিং, আবৃত্তি করতে ও গান গাইতে ভীষণ ভালোবাসেন। বর্তমানে তিনি বাউবি থেকে এমবিএ-এর স্টুডেন্ট। তাঁর জীবনসঙ্গী মোঃ আনোয়ারুল কবির (মেয়র ভেড়ামারা পৌরসভা)।
বাংলাদেশ সময়: ১৩:১৮:২৭ ৮৯৩ বার পঠিত #আমেনা খানম #জীবনী #নতুন বই #বইমেলা #লেখক