শনিবার, ১৯ মার্চ ২০২২
শামস শামীমের কবিতা: সময়ের বয়ান
Home Page » সাহিত্য » শামস শামীমের কবিতা: সময়ের বয়ানপ্রচ্ছদ বদল করে সময়।
ছিঁছকে চোর, হোমড়া চোমড়া সাজে মস্ত সন্তু।
দুই টেকি হলুদিয়া খবর খুড়ে মিথ্যা জবর–।
মানুষসকল বলেন; তাহারা ধান্দামান্দায় বুনেন ওয়াক থুথু কতশত হাসির রচনা। তারা জবর ভাগ্যবান, মঞ্চ পেলে উগড়ে দেন বমি।
রঙচঙ মেখে আলোর মঞ্চে আসেন। ভেতরে আবদ্ধ অথৈ অন্ধকার, প্রাগৈতিহাসিক ধারণা-ধারণে সাজেন প্রগতির সারথি।
তাহাদের কান্তার জুড়ে বাজে কেবল অন্ধকারের গান। আহা! কি দ্বিচারী স্বত্তার অধিকারী ভাইয়েরা আমার।
মুদ্রালিপি পাঠ করতে না জানা, তৈলাক্ত বাঁশ-বানরের অঙ্ক না বুঝা লোকসকলের প্রতিনিধি আমি; সময়ের প্রচ্ছদ ধারণ করতে না পারা এক খবরিয়া।
লাই মেরে মেরে, চাটার হয়ে যারা পৌঁছে যাচ্ছে দ্রুত আমি তাহাদের নিয়ে কাব্য লিখি।
তাহাদের ফাগুন সুসময়, আমি পত্রপল্লবহীন ন্যাড়া গাছ।
সময় আমাকে বিবর্ণ বাকলের বয়ান শুনায়।
(১৮ মার্চ-২০২২)
(#শামস_শামীমের_কবিতা)
বাংলাদেশ সময়: ২১:১৪:২৮ ৪২১ বার পঠিত #কবিতা #শামস শামীম