বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
মধ্যনগরে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন ও নবীন বরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন ও নবীন বরণস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে স্বাধীনতার সুর্বণজয়ন্তী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ (১০ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রভাষক মামুন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক।অনান্যদের মধ্যে বক্তব্য দেন বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, শামীউল কিবরিয়া তালুকদার, আ.লীগ নেতা আব্দুস সালাম, প্রভাষক রিপন আহমেদ, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, নূরুল হক, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় আরিফুল ইসলাম, বর্ষা আক্তার,মেহেদি হাসান, পিংকি আক্তার, আজিম মাহমুদ শিপন প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের তিন জন কৃতি শিক্ষার্থীকে স্ক্যাস্ট ও নগদ ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।