রবিবার, ৬ মার্চ ২০২২
“হিলফুল ফুজুল সমাজ কল্যান সংস্থার” ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন
Home Page » স্বাস্থ্য ও সেবা » “হিলফুল ফুজুল সমাজ কল্যান সংস্থার” ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন
বঙ্গ নিউজ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি , মোঃ যোবায়ের শামীম ঃ সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলায় প্রতিবছর অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী বাৎসরিক তালিমি জালসা, উপস্থিত হয় দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি, তাদের শারীরিক বিষয় চিন্তা করেই স্থাপন করা হয়, হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থার পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখান থেকে বিনামূল্যে প্রত্যেক মুসল্লী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। প্রতিবছর প্রায় ১ হাজার মুসল্লী এ চিকিৎসার আওতায় আসেন। এ বছর মেডিকেল ক্যাম্পের দায়িত্বে আছেন, সিএইচসিপি মোঃ মোহাম্মদ শাহ আলম, পল্লী চিকিৎসক ও বর্তমান ০৫ নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম, হাফেজ মোস্তফা (অর্থ সম্পাদক) উক্ত সংগঠন, ও আব্দুর রাজ্জাক সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ
বাংলাদেশ সময়: ২২:৩১:৩৩ ৫১৫ বার পঠিত #চিকিৎসা #বিনামূল্যে #মেডিকেল #সমাজ