মঙ্গলবার, ১ মার্চ ২০২২
ইউরোপ নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে টলাতে পারবে না: পেসকভ
Home Page » প্রথমপাতা » ইউরোপ নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে টলাতে পারবে না: পেসকভবঙ্গনিউজঃপশ্চিমা নিষেধাজ্ঞা কখনোই রাশিয়াকে ইউক্রেনের বিষয়ে তাদের অবস্থান থেকে টলাতে পারবে না। আজ মঙ্গলবার ক্রেমলিন এ তথ্য জানায় বলে রয়টার্সের খবরে বলা হয়।
এখন ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার কয়েকটি ব্যাংক ও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে এখন মুখোমুখি আলোচনা চলছে, তাই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এখন আলোচনার কোনো সম্ভাবনা নেই।
ইউক্রেনে সাধারণ জনগণকে লক্ষ্য করে গুচ্ছবোমা ও ভ্যাকুয়াম বোমা নিক্ষেপের অভিযোগকে মিথ্যা বলে খারিজ করে দেন পেসকভ।
ইউক্রেনে ষষ্ঠ দিনের মতো রাশিয়ার আগ্রাসনে সামরিক পরিস্থিতি বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ।
ক্রেমলিনের দাবি, ইউক্রেনকে নাৎসিবাদের প্রভাবমুক্ত এবং নিরস্ত্রীকরণ করতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাশিয়ার সেনাবাহিনী-সংক্রান্ত এক প্রশ্নের সূত্র ধরে জানতে চাওয়া হয়েছিল ক্রেমলিন কী মনে করে কিয়েভ নাৎসিদের নিয়ন্ত্রণে। কিন্তু পেসকভ কোনো মন্তব্য করেননি
বাংলাদেশ সময়: ১৮:৪৯:০৯ ৫৩৩ বার পঠিত #ইউরোপীয় #তথ্য #ব্যাংক #রাশিয়া