রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
Home Page » জাতীয় » কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে ছয় স্তরের নিরাপত্তা
বঙ্গনিউজঃ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব মেস ও আবাসিক হোটেল রয়েছে সেগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শনিবার রাত থেকে তল্লাাশি শুরু করা হবে। কোনো দুষ্কৃতকারী যাতে সেখানে অবস্থান নিয়ে নাশকতামূলক কাজ করতে না পারে সে জন্যই এই ব্যবস্থা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তাব্যবস্থা ও চলাচলের রাস্তার ম্যাপ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইউনিফর্ম সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এর পাশাপাশি বোম ডিজপোজাল ইউনিট, ডিবি, র্যাব ও সোয়াট টিম দায়িত্ব পালন করবে। সবার সমন্বয়ে ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫৫:২৫ ৬৬০ বার পঠিত #আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস #নিরাপত্তা #শহীদ মিনার