শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
নেছার ইউ আহমেদ এর কবিতা ‘বসন্তের বাগানে’
Home Page » সাহিত্য » নেছার ইউ আহমেদ এর কবিতা ‘বসন্তের বাগানে’
উচ্চস্বরে হুমকারে মাতঙ্গ,
ভয়ে আচমকা উড়ে বিহঙ্গ।
দ্রুত পদেতে দৌড়ায় তুরঙ্গ,
ঝাঁকে ঝাঁকে উড়ায় পতঙ্গ।
অবাক বিস্ময়ে তাকায় কুরঙ্গ,
আদরি-নয়নী খুঁজে সঙ্গ।
একাকী নিরব মন হয় অশান্ত,
আকাশ বাতাসে এলো বসন্ত।