শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

নেছার ইউ আহমেদ এর কবিতা ‘বসন্তের বাগানে’

Home Page » সাহিত্য » নেছার ইউ আহমেদ এর কবিতা ‘বসন্তের বাগানে’
শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২



‘বসন্তের বাগানে
উচ্চস্বরে হুমকারে মাতঙ্গ,
ভয়ে আচমকা উড়ে বিহঙ্গ।
দ্রুত পদেতে দৌড়ায় তুরঙ্গ,
ঝাঁকে ঝাঁকে উড়ায় পতঙ্গ।
অবাক বিস্ময়ে তাকায় কুরঙ্গ,
আদরি-নয়নী খুঁজে সঙ্গ।
একাকী নিরব মন হয় অশান্ত,
আকাশ বাতাসে এলো বসন্ত।

নেছার ইউ আহমেদ

বাংলাদেশ সময়: ৬:৪৪:১৫   ৩৭৫ বার পঠিত   #  #  #