শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

মধ্যনগরে চিহ্নিত দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে চিহ্নিত দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২



মধ্যনগরে চিহ্নিত দুই  গাঁজা ব্যবসায়ী গ্রেফতারস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে  এবার ধরা পড়ল দুই চিহ্নিত গাঁজা ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)  রাত ৯ টার দিকে মধ্যনগর বাজারে অভিযান চালিয়ে প্রথমে গাঁজাসহ খালিসাকান্দা গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে সুলতান মিয়া (৪০)কে গ্রেফতার করলে  পরে তার দেওয়া তথ্যমতে গাঁজার ডিলার মধ্যনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস সালাম (৪৮) কে গ্রেফতার করা হয়।এই সময় দুজনের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত সুলতানের নামে আরও ৩ টি মাদকের মামলা রয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে মাদক বিরোধী অভিযানে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের কুখ্যাত  ইয়াবা ব্যবসায়ী  রৌহা গ্রামের পুইট্টা মুজিব,তার সহযোগী আমির মিয়া ও একই ইউনিয়নের দুলাশিয়া গ্রামের টোকাই বজলু কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান, ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে আজ সকালে আদালত সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১২:২৮:০৩   ১১৯৫ বার পঠিত   #  #