শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
সার্চ কমিটির আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন যারা
Home Page » জাতীয় » সার্চ কমিটির আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন যারা
বঙ্গনিউজঃ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রথম ধাপে আজ ২০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে আজ বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের সভায় আমন্ত্রণ পেয়েছেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী সুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, আইনজীবী এম কে রহমান, আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আরও আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ জি মাহমুদ আলীর।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ ১৪ ফেব্রুয়ারি। নতুন নির্বাচন কমিশন গঠন হবে। সেই লক্ষ্যে স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠন হবে
বাংলাদেশ সময়: ১০:৩০:৫৮ ৬৩৪ বার পঠিত #আইনজীবী #কমিশন #প্রেসিডেন্ #বিশ্ববিদ্যা্