শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আভাস
Home Page » জাতীয় » দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আভাস
বঙ্গনিউজঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আভাস রয়েছে, তবে তা কমবে আগামী দু’দিনে। আর এ সময়ের মধ্যে তাপমাত্রাও কমতে থাকবে ক্রমান্বয়ে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে।
শনিবার নাগাদ আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে এবং রাতের আবহাওয়া আরও কমতে পারে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
বাংলাদেশ সময়: ৯:৫১:৪১ ৬১৯ বার পঠিত #আবহাওয়া #তাপমাত্রা #বৃষ্টি #মেঘলা আকাশ