সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
সিইসি ও ইসির প্রস্তাবিত নাম আহ্বান করে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি
Home Page » জাতীয় » সিইসি ও ইসির প্রস্তাবিত নাম আহ্বান করে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিবঙ্গনিউজঃ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশকৃত নামের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।’
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম বলেন, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে (gfp_sec@cabinet.gov.bd) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৮:২৬ ৫৬৫ বার পঠিত