বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

মধ্যনগরে কিশোরী অপহরণের দায়ে বয়াতি গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে কিশোরী অপহরণের দায়ে বয়াতি গ্রেফতার
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২



গ্রেফতারকৃত রফিক… ছবি বঙ্গ-নিউজস্টাফ  রিপোর্টার, বঙ্গ-নিউজ:১৩ বছর বয়সি এক কিশোরীকে ফাঁদে ফেলে অন্য জায়গায় নিয়ে গিয়ে একত্রে বসবাস করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় রফিক মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ সোমবার রাত ৯টার দিকে তাকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া থেকে গ্রেপ্তার করে। এ সময় ওই কিশোরীকেও তার কাছ থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রফিক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রফিক বয়াতী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে। পুলিশ জানায়, রফিক কিশোরীকে এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তিনি পেশায় বয়াতী। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গাজী-কালুর গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। গান গাওয়ার ছলে তরুণী, কিশোরীসহ নারীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তারপর নিয়মিত যাতায়াত করতেন ওই নারীদের বাড়িতে। বয়াতীর কথায় যেসব নারী বা কিশোরী ফাঁদে পা দিয়েছেন তারাই হারিয়েছেন স্বর্বস্ব। ফলো করুন- ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব পুলিশ আরও জানায়, সম্প্রতি ১৩ বছর বয়সি এক কিশোরীকে রফিক মিয়া ফাঁদে ফেলে অন্য জায়গায় নিয়ে যায়। পরে সেখানে তারা বসবাস শুরু করেন। এর পর কিশোরীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বিষয়টি সামনে আসে। পরে পুলিশ রফিক মিয়াকে গ্রেপ্তার করে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র দেব বলেন, ‘রফিক আরও অনেকের সঙ্গেই এমন করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৬:০৮   ৬০১ বার পঠিত   #  #  #