সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

চলছে শৈত্যপ্রবাহ কয়েক দিন পর বৃষ্টি হতে পারে

Home Page » জাতীয় » চলছে শৈত্যপ্রবাহ কয়েক দিন পর বৃষ্টি হতে পারে
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২



ফাইল ছবি

বঙ্গনিউজঃ   দেশের সীতাকুণ্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশাের, চুয়াডাঙ্গা ও বরিশালের জেলাগুলো এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই শৈত্য প্রবাহ কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই খবর দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

‌‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

আজ ঢাকায় বাতাসের গতি পশ্চিম/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%।

এতে আরও বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:১২:০০   ৩০৩ বার পঠিত   #  #  #