বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
একসঙ্গে ৩৪ জন ভিসির পদত্যাগ দেখার অনেক শখ: ড. জাফর ইকবাল
Home Page » শিক্ষাঙ্গন » একসঙ্গে ৩৪ জন ভিসির পদত্যাগ দেখার অনেক শখ: ড. জাফর ইকবালবঙ্গনিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন ভিসি একসঙ্গে পদত্যাগ করার যে খবর ছড়িয়েছিল তা নিয়ে এবার মন্তব্য করলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ করলে আমাদের দেশের ৩৪ জন ভিসি একসঙ্গে পদত্যাগ করবে বলেছিলেন সেটা চোখে দেখার খুবই শখ ছিল। জানিনা দেখে যেতে পারি কিনা!
বুধবার (২৬ জানুয়ারি) ভোরে সস্ত্রীক ক্যাম্পাসে এসে এমন মন্তব্য করেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে তাই! তবে আমার ছেলে-মেয়েদের উপর আমার বিশ্বাস ছিল, তাই এসেছি। আমি সংকল্প করে এসেছি তোমাদের অনশন ভাঙিয়ে তারপর আমি সিলেট ছাড়বো। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও, তবে অনশন ভেঙে আন্দোলন করো। আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস!
এরপর সকাল ১০টা ২১ মিনিটের দিকে পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান ড. জাফর ইকবাল ও তার স্ত্রী।
বাংলাদেশ সময়: ১০:৫৬:৪৮ ৪১১ বার পঠিত # #পদত্যাগ #প্রযুক্তি #বিজ্ঞান #বিশ্ববিদ্যাল