মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে ১৩তম তালিকায়
Home Page » জাতীয় » বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের মধ্যে ১৩তম তালিকায়বঙ্গনিউজঃ বিশ্বের ‘সবচেয়ে দুতির্নীগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। ম্প্রতিস বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
মূলত ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, যা ২০২০ সালের তুলনায় এক ধাপ উন্নতি। তবে স্কোর আগের মতোই ২৬। খবর ডয়েচে ভেলের
এ তালিকায় ওপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৭তম। ২০২০ সালে ওপরের দিক থেকে ছিল ১৪৬তম। এ তুলনায় দেশটি এক ধাপ নিচে নেমেছে।
এবারও ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৬। গত চার বছর ধরে একই স্কোর বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১৩:০২:৩১ ৩৪৯ বার পঠিত #অবস্থান #দুতির্নী #প্রকাশ