সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে

Home Page » জাতীয় » ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব করা হয়েছে
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২



ফাইল ছবি-ড;মোহাম্মদ ইউনূস

বঙ্গ-নিউজ: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ দেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে। এ বিষয়ে দেশের সকল ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবারের, ২৫ জানুয়ারি, মধ্যে ব্যাংকগুলোকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ড. ইউনূসের নামে থাকা সব ধরনের ব্যাংক লেনদেন, এমনকি ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে প্রতিটি ব্যাংকের কাছে গত বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, চিঠি পাঠায় বিএফআইইউ। চিঠিতে বলা হয়ছে, গ্রামীণ ব্যাংকের সাবেক এই এমডির দেশে কার্যরত কোনো ব্যাংকে কোনো লেনদেনের রেকর্ড থাকলে তা আগামী মঙ্গলবারের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে আরেকবার ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। ওই সময়ও তাদের সম্পর্কে তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫৭   ৩৭৩ বার পঠিত   #  #  #  #