শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩

নির্বাচনে লড়ছেন নাজমুল

Home Page » খেলা » নির্বাচনে লড়ছেন নাজমুল
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩



da69670a056c3b95c57367e529626c1b_xl.jpgবঙ্গ-নিউজ ডটকম:বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) অনুষ্ঠিতব্য নির্বাচনে লড়বেন বর্তমান এ্যাডহক কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা দেন তিনি। অচিরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এ মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। আইসিসি বিসিবির সংশোধিত নীতিমালায় সম্মতি দেয়ার পর এমনই জানিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করণ এবং ম্যাচ ফিক্সিংজনিত নানা কারণে বোর্ডের নির্বাচন যথা সময়ে হয়নি।

বাংলাদেশ সময়: ৯:৫০:৩৭   ৩৮৫ বার পঠিত