রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

বেদের জীবন -শাহীনুর আলম সুজন

Home Page » সাহিত্য » বেদের জীবন -শাহীনুর আলম সুজন
রবিবার, ২৩ জানুয়ারী ২০২২



বেদের জীবন -শাহীনুর আলম সুজনসাপের খেলা দেখায় যারা

বেদে তারে বলে

গাছের শিখর তাবিজ বেঁচে

জীবন যায় চলে ।

নৌকার মাঝে জন্ম কর্ম

নদীর মাঝে বাস

নৌকার মাঝে জীবন পার

নৌকার মাঝে লাশ ।

বেদে নারীর নাকে নোলক

কমরেতে পরে বিছা

বাথের শিঙ্গা লাগায় ওরা

ষোল আনাই মিছা ।

তালা বাসন বেছে কেউ

চুরি ফিতা সাথে

এভাবেই কোন রকম সংসার

যায় চলে তাতে ।

কেউবা আবার বিয়ে করে

চারটি পাঁচটি করে

বৌয়ের কামাই খায় বসে

ঝগড়া ঝাঁটির পরে ।

জায়গা জমি নাই ওদের

যেন বাংলার বেদুঈন

মূল ধারায় ফিরিয়ে আনলে

আসবে শুভ দিন ।

লেখা পাড়ার সুযোগ পেলে

ফিরবে এদের ভাগ্য

নতুন করে লিখবে কেউবা

ওদের নামে কাব্য ।

বাংলাদেশ সময়: ১১:৫৬:২৫   ৩৯৪ বার পঠিত